সঠিক উত্তর হচ্ছে: জলধি
ব্যাখ্যা: সমাস নিষ্পন্ন যে সকল শব্দ পূর্ণভাবে সমস্যমান পদ সমূহের অর্থের অনুগামী না হয়ে কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ করে, সেগুলোকে যোগরূঢ় শব্দ বলে। প্রদত্ত বাক্যে \'জলধি\' হলো যোগরূঢ় শব্দ। এছাড়া কয়েকটি যোগরূঢ় শব্দ হলো - পঙ্কজ, মহাযাত্রা, রাজপুত, জলধি, সরোজ, ডাকাত ইত্যাদি।