সঠিক উত্তর হচ্ছে: জটিল
ব্যাখ্যা: যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়, তাকে জটিল বাক্য বলে। যেমন : আশ্রিত বাক্য (আমি এসেছি) এবং প্রধান খণ্ডবাক্য (তোমাকে নিয়ে যাব)। সুতরাং প্রশ্নে প্রদত্ত বাক্যটি জটিল বাক্য। একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া দ্বারা গঠিত বাক্যকে সরল বাক্য বলে। যেমন : ‘পুকুরে পদ্মফুল (উদ্দেশ্য) ফোটে (বিধেয়)।\' পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন রীতিকে যৌগিক বাক্য বলে। যেমন : ‘সে কাল আসবে এবং আমি যাব’। [তথ্যসূত্র: বাংলা ভাষার ব্যকরণ ,নবম-দশম শ্রেণি]