সঠিক উত্তর হচ্ছে: সে কাজী নজরুল ইসলামের মত ভাল ছবি আঁকে
ব্যাখ্যা: বাক্যস্থিত পদসমূহের অর্থগত ও ভাবগত মিলবন্দনের নাম যোগ্যতা। সে কাজী নজরুল ইসলামের মত ভাল ছবি আঁকে- বাক্যে ভুল তুলনা করা হয়েছে। কাজী নজরুল ইসলাম একজন বাঙালি কবি,তিনি তার কবিতার জন্য বিখ্যাত। এখানে ছবি আঁকার তুলনা করায় বাক্যের অর্থগত ও ভাবগত মিল হয়নি। (তথ্যসূত্র- বোর্ডবই ৯ম-১০ম শ্রেনি বাংলা ভাষার ব্যকরণ)