ব্যাখ্যা: যে বাক্যে একটিমাত্র কর্তা (উদ্দেশ্য) এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থাকে, তাকে সরল বাক্য বলে। সত্য কথা না বলে বিপদে পড়েছি- বাক্যেটি এজন্য সরল বাক্য। [তথ্যসূত্র- বোর্ডবই ৯ম-১০ম শ্রেনি বাংলা ভাষার ব্যকরণ]
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।