সঠিক উত্তর হচ্ছে: দুটি চরমপন্থার মধ্যবর্তী পন্থা
ব্যাখ্যা: সুবর্গ মধ্যক হলো একটি দার্শনিক পরিশব্দ। ইংরেজিতে এটি হলো Golden Meani এরিস্টিটল দুটি চরমপন্থার মধ্যবর্তী অবস্থাকে সুবর্ণ হক (Golden mean) বলেছেন। যেমন একদিকে খুবই প্রাচুর্য এবং অন্যদিকে খুবই অভাব। এই দুই অবস্থার মাঝামাঝিটি হলো \'সূবর্ণ মধ্যক।