নিচের অপশন গুলা দেখুন
- অদ্ভুত আঁধার এক
- সারেং বৌ
- রঙিলা নায়ের মাঝি
- অবিরল জলাভূমি
• শহীদুল্লা কায়সার একজন বাঙালি লেখক, সাংবাদিক ও বুদ্ধিজীবী।
• তাঁর প্রকৃত নাম ছিল আবু মোহাম্মদ শহিদুল্লাহ।
• তিনি ফেনী জেলার মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
• তাঁর বিখ্যাত উপন্যাস \'সারেং বৌ\'।
- এই উপন্যাসে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন সংগ্রামের কথা বর্ণিত হয়েছে।
- \'সংশপ্তক\' তাঁর রচিত একটি বিখ্যাত উপন্যাস।
- তাঁর রচিত স্মৃতিকথা- রাজবন্দীর রোজনামচা।
- ভ্রমণবৃত্তান্তঃ পেশোয়ার থেকে তাসখন্দ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।