সঠিক উত্তর হচ্ছে: পর + পর = পরস্পর
ব্যাখ্যা: যেসব সন্ধিসমূহ স্বরসন্ধি বা ব্যঞ্জনসন্ধি বা বিসর্গসন্ধির নিয়মগুলো মেনে চলে না, তাদেরকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। তৎসম শব্দের সন্ধিতেই শুধু নিপাতনে সিদ্ধ সন্ধি হয়।\nযেমনঃ কুল+অটা= কুলটা, গো+অক্ষ= গবাক্ষ, বৃহৎ+পতি= বৃহস্পতি, তৎ+কর= তস্কর, পর+পর= পরস্পর ইত্যাদি\n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেনী বাংলা ব্যাকরণ]