সঠিক উত্তর হচ্ছে: সবগুলো
ব্যাখ্যা: ইউজার ইন্টারফেস (User Interface) ইউজার ইন্টারফেস অপারেটিং সিস্টেমের এমন একটি অংশ যা ব্যবহারকারীর সাথে বিভিন্ন সফটওয়্যারের সংযোগ, সমন্বয় সাধন, পরিচালনা ও নির্দেশ গ্রহণে সহায়তা প্রদান করে।তাছাড়া সফটওয়্যারগুলাে নিয়ন্ত্রণ ও বিভিন্ন প্রােগ্রাম লােড করা ও কাজ করার সুযােগ সৃষ্টি করে থাকে।অপারেটিং সিস্টেমে সাধারণত তিন ধরনের ইউজার ইন্টারফেস দেখা যায়।যথা- কমান্ড চালিত, মেন্যু চালিত ও গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস (GUI)। \n[Source: wwww.wikipedia.org]