সঠিক উত্তর হচ্ছে: গোয়ালিনী
ব্যাখ্যা: বাংলা স্ত্রী প্রত্যয়
\nপুরুষবাচক শব্দের সাথে কতগুলো প্রত্যয় যোগ করে স্ত্রীবাচক শব্দ গঠন করা হয়। এগুলো হলো ঈ, নি, নী, আনী, ইনী, ন ইত্যাদি।
\n\n১. ঈ প্রত্যয়ঃ বেঙ্গমা – বেঙ্গমী, ভাগনা/ ভাগনে – ভাগনী।
\n\n২. নী প্রত্যয়ঃ কামার – কামারনী, জেলে – জেলেনী, কুমার – কুমারনী, ধোপা – ধোপানী, মজুর – মজুরনী ইত্যাদি।
\n\n৩. পুরুষবাচক শব্দের শেষে ঈ থাকলে স্ত্রীবাচক শব্দে নী হয় এবং আগের ঈ ই হয়। যেমনঃ ভিখারি – ভিখারিনী, অভিসারী – অভিসারিণী।
\n\n৪. আনী প্রত্যয়ঃ ঠাকুর – ঠাকুরানী, নাপিত – নাপিতানী, মেথর – মেথরানী, চাকর – চাকরানী ইত্যাদি।
\n\n৬. ইনী প্রত্যয়ঃ কাঙাল – কাঙালিনী, গোয়ালা – গোয়ালিনী, বাঘ – বাঘিনী ইত্যাদি
\n\n৭. উন প্রত্যয়ঃ ঠাকুর – ঠাকুরুন/ ঠাকুরানী।
\n\n৮. আইন প্রত্যয়ঃ ঠাকুর – ঠাকুরাইন