সঠিক উত্তর হচ্ছে: লিঙ্গ-সঙ্গতিজনিত ভুল
ব্যাখ্যা: \'কামালের মত এমন বুদ্ধিমতী বালক কেউ কখনো দেখেনি।\' -বাক্যটিতে লিঙ্গ-সঙ্গতিজনিত অপপ্রয়োগ ঘটেছে।
কারণ বুদ্ধিমতী হলো স্ত্রীলিঙ্গ। এর পুংলিঙ্গ হলো বুদ্ধিমান।
সঠিক বাক্যটি হবে \'কামালের মত এমন বুদ্ধিমান বালক কেউ কখনো দেখেনি।\'
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।