সঠিক উত্তর হচ্ছে: প্রস্তাবনায়
ব্যাখ্যা: ১৯৭৯ সালে পঞ্চম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনার শীর্ষে \'\'বিসমিল্লাহির-রাহমানির রহিম\'\' (দয়াময়, পরম দয়ালু আল্লাহর নামে) সংযুক্ত হয়। ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাংলা তর্জমায় (পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে) সংযোজিত হয়। (সূত্রঃ বাংলাদেশ সংবিধান)