সঠিক উত্তর হচ্ছে: আঞ্চলিক
ব্যাখ্যা: আবু ইসহাকের দীর্ঘ সময়ব্যাপী রচিত উপন্যাস \'পদ্মার পলিদ্বীপ\'।
- ১৯৮৬ খ্রিষ্টাব্দে ঢাকার মুক্তধারা থেকে এটি প্রকাশিত হয়।
- তখন এটির নাম ছিলো \'মুখর মাটি\'।
- \'পদ্মার পলিদ্বীপ\' একটি আঞ্চলিক উপন্যাস।
- পদ্মা নদীকে বলা হয় কীর্তিনাশা। কারণ চাঁদরায়-কেদাররায়-রাজবল্লভ প্রমুখ বার ভুঁইয়াদের কীর্তি এ নদী ধ্বংশ করেছে।
- এ উপন্যাসে পদ্মাতীরবর্তী চরকেন্দ্রিক অধিবাসী, তাদের চরদখল, জীবনসংগ্রাম মুখ্য।
- চরিত্র: ফজল, এরফান মাতব্বর, আরশেদ মোল্লা, জরিবা, রূপজান ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।