সঠিক উত্তর হচ্ছে: ১৮৯৮ সালে
ব্যাখ্যা: - ১৯০৭ সালে (১৩১৪ বঙ্গাব্দ) হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থাকার থেকে এটি আবিষ্কার করেন। \n- ১৮৯৮ সালে হরপ্রসাদ শাস্ত্রীকে \'মহামহোপাধ্যায়\' উপাধিতে ভূষিত করা হয়। \n- নেপালের রাজ দরবারে বাংলা সাহিত্যের নিদর্শন থাকার সম্ভাবনার কথা জানা যায় ১৮৮২ সালে প্রকাশিত রাজা রাজেন্দ্রলাল মিত্রের \'Sanskrit Buddhist Literature in Nepal\' গ্রন্থের মাধ্যমে। [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর]