নিচের অপশন গুলা দেখুন
- রবীন্দ্রনাথ ঠাকুর
- মীর মশাররফ হোসেন
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- কাজী নজরুল ইসলাম
উক্তিটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বাংলা সাহিত্যের প্রথম রােমান্টিক উপন্যাস \'কপালকুণ্ডলা\' (১৮৬৬) থেকে চয়ন করা হয়েছে।
এ উপনাসের আরেকটি উল্লেখযোগ্য কথোপকথনঃ
“অনন্তর সমুদ্রের জনহীন তীরে, এইরূপে বহুক্ষণ দুইজনে চাহিয়া রহিলেন। অনেক্ষণ পরে তরুণীর কণ্ঠস্বর শুনা গেল। তিনি অতি মৃদুস্বরে কহিলেন, “পথিক, তুমি পথ হারাইয়াছ?”
এই কণ্ঠস্বরের সঙ্গে নবকুমারের হৃদয়বীণা বাজিয়া উঠিল।”
অনেকেই এটাকে বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস হিসেবে অভিহিত করেন।
উৎসঃ কপালকুণ্ডলা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।