এশিয়ার সবচেয়ে দীর্ঘতম এবং পৃথিবীর তৃতীয় দীর্ঘতম নদী হলো ছাংচিয়াং। নদীটি ছিংহাই-তিব্বত নামক বরফাবৃত মালভূমি থেকে উৎপন্ন হয়ে দক্ষিণ-পশ্চিম, কেন্দ্রীয় এবং পূর্ব চীনের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে সাংহাইয়ের কাছে পূর্ব চীন সাগরে মিশেছে। ... ছাংচিয়াং নদী চীনের ইতিহাস, সংস্কৃতি এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।