সঠিক উত্তর হচ্ছে: ছায়াহরিণ
ব্যাখ্যা: আবুল হুসেন-এর রচনাবলির মধ্যে রয়েছে: *বাঙালী মুসলমানদের শিক্ষাসমস্যা (১৯২৮)\nমুসলিম কালচার (১৯২৮)\nবাঙলার নদীসমস্যা\nশতকরা পঁয়তাল্লিশ জের\nসুদ-রিবা ও রেওয়াজ\nনিষেধের বিড়ম্বনা\nHelots of Bengal\nReligion of Helots of Bengal,\nDevelopment of Muslim Law in British\nকৃষকের আর্তনাদ\nকৃষকের দুর্দশা\nকৃষি বিপ্লবের সূচনা\'\nউল্লেখ্য, তাঁর মৃত্যুর পর বাংলা একাডেমি আবুল হুসেন রচনাবলী নামে তাঁর রচনাসমগ্র প্রকাশ করে।