সঠিক উত্তর হচ্ছে: কর্ম কারকে শূন্য
ব্যাখ্যা: যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্ম কারক বলে। প্রদত্ত বাক্যে \'ঔষধ\' এর মাধ্যমে ক্রিয়া সম্পন্ন হবে বোঝাচ্ছে, তাই ঔষধ শব্দটি কর্মকারক নির্দেশ করে। আবার ঔষধ শব্দটির সঙ্গে অন্য কোন বর্ণ যুক্ত না থাকায়, শূন্য বিভক্তি হবে।