সঠিক উত্তর হচ্ছে: ৪১টি
ব্যাখ্যা: বাংলাদেশে বাংলা ছাড়াও আরো ৪০টি মাতৃভাষার সন্ধান পাওয়া গেছে। এতদিন ধরে প্রচলিত ধারণা ছিল এ ভূখণ্ডে মোট মাতৃভাষা আছে ১৫ থেকে ২৫টি। গবেষকরা এতোদিন ধরে এমন ধারণাই দিয়ে এসেছেন।\n\nকিন্তু বিভিন্ন গবেষকদের ব্যক্তিগত গবেষণা ও অনুসন্ধানের পাশাপাশি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ধারাবাহিক গবেষণা ও অনুসন্ধানে এই তথ্য উঠে এসেছে। অর্থাৎ বাংলাদেশে মাতৃভাষার মোট সংখ্যা আগের ধারণার চেয়ে ১৫টি বেশি।\n\n\n \n\nবাংলানিউজকে গত রোববার (৮ জানুয়ারি) এ তথ্যটি জানান আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. জীনাত ইমতিয়াজ আলী। \nএ প্রসঙ্গে তিনি এ-ও বলেন, বাড়তি আরো যে ১৫টি মাতৃভাষার সন্ধান পাওয়া গেছে সেগুলোরও হারিয়ে যাওয়ার বা বিলুপ্ত হবার আশঙ্কা রয়ে গেছে। এগুলোকে সংরক্ষণ করার বা টিকিয়ে রাখার উদ্যোগ না নেওয়া হলে একদিন এগুলোর অস্তিত্বই যাবে হারিয়ে। \n\nএর আগে তিনি জানিয়েছিলেন, পাবর্ত্য চট্টগ্রামে অঞ্চলে এমন এক মাতৃভাষার সন্ধান পাওয়া গিয়েছে যে ভাষায় মাত্র ২৫ জন মানুষ কথা বলেন। এ ভাষার নাম হল রেংমিট্চা ( RENGMITCHA)। রোববার (৮ জানুয়ারি) ‘‘রেংমিট্চা: বাংলাদেশে যে ভাষায় কথা বলে মাত্র ২৫ জন’’ শিরোনামে বাংলানিউজে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।বাংলাদেশে বাংলার বাইরে মাতৃভাষা আছে ৪০টি\nবাংলাদেশে বাংলার বাইরে মাতৃভাষা আছে ৪০টি\n\n\nআন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট গত তিন বছর ধরে বাংলাদেশের বিভিন্ন নৃ-গোষ্ঠির ভাষার ওপর বৈজ্ঞানিক ও গবেষণা চালিয়ে মোট ৪০টি মাতৃভাষার সন্ধান পায়। \n\nএ ভাষাগুলো হল: \nসাঁওতালি (Santali), মাহলে (Mahle), কোল (kol), কোরা বা কোদা (koda), মুন্দারি (Mundari), খারিয়া (Kharia), সাউরা (Saura), খাসি (khasi), কুরুখ(Kurukh), মাল্টো (Malto), তেলেগু, (Teluge), গারো/ মান্দি (Garo/Mandi), হাজং (Hajang), কোচ (Koch), লালেং/ পাত্রা (Laleng/Patra), মারমা (Marma), কোকবরক (Kokborok), খুমি (Khumi), খিয়াং (Khiyang), লুসাই (Lusai), তংচঙ্গা (Tanchangya), ম্রো (Mro), রাখাইন (Rakhain), পাংখুয়া (Pankhuya), বাউম (Bawm), রেংমিট্চা (Rengmitcha), চক (Chak), মণিপুরী মেইথেই (Manipuri Meithei), লিঙ্গম (Lingam), সাদরি (Sadri), মাদ্রাজি (Madraji), থর (Thar), উর্দু (Urdu), ওড়িয়া (Odia), অহমিয়া (Ahomia), মণিপুরী বিষ্ণুপ্রিয়া (Manipuri Bishnupriya), কানপুরী (Kanprui), চাকমা (Chakma), নেপালি (Nepali) এবং কন্দো (Kondo) ।\n\nড. জীনাত ইমতিয়াজ জানান, মাতৃভাষা সম্পর্কে এ পর্যন্ত যে ধারণা ছিল তার একটি ভিন্ন চিত্র পাওয়া গেছে বাংলাদেশে। আগে ব্যক্তিগত উদ্যোগে গবেষকরা বেশ কয়েকটি মাতৃভাষার সন্ধান পেয়েছিলেন। কিন্তু এতদিন পর্যন্ত কাজটিতে কোনো সমন্বয় বা ধারাবাহিকতা ছিল না। সবই করা হয়েছে বিচ্ছিন্ন ও বিক্ষিপ্তভাবে ব্যক্তিগত চেষ্টায়। ফলে সংখ্যা নির্ণয়ের কোনো আনুষ্ঠানিকতা ছিল না। ফলে বাংলাদেশে যে ২৫টির চেয়ে অনেক বেশি সংখ্যক মাতৃভাষার অস্তিত্ব রয়েছে সেটা কারো গোচরে আসেনি। বাংলাদেশে বাংলার বাইরে মাতৃভাষা আছে ৪০টি