ব্যাখ্যা: ধরা যাক, ধারাটির r তম পদের মান ৩৯২। \nআমরা জানি, সমান্তর ধারার r তম পদ = a+(r-1)d, \nপ্রশ্নমতে, a+(r-1)d= ৩৯২, \nবা ৮+(r-1)*3= ৩৯২, \nবা, (r-1)*৩= ৩৯২-৮, \nবা, (r-1)= ৩৮৪÷৩, \nবা, r= ১২৮+১= ১২৯। উত্তর ১২৯ তম পদ।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।