সঠিক উত্তর হচ্ছে: সুনীল গঙ্গোপাধ্যায়
ব্যাখ্যা: সুনীল গঙ্গোপাধ্যায় বেশ কয়েকটি ছদ্মনামে সাহিত্য রচনা করতেন।
যেমন-
- নীল লোহিত
- নীল উপাধ্যায়
- সনাতন পাঠক
এছাড়া,
- সমরেশ বসুর ছদ্মনাম - কালকূট
- সোমেন চন্দ = ইন্দ্রকুমার সোম
- বিমল ঘোষ = মৌমাছি
- বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় = যাযাবর
- সতীনাথ ভাদুড়ী = চিত্রগুপ্ত
- বিমল মিত্র = জাবালি
- কালিকানন্দ = অবধূত
- প্রিয়দর্শী - সৈয়দ মুজতবা আলী
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।