সঠিক উত্তর হচ্ছে: উপমিত কর্মধারয়
ব্যাখ্যা: সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয় তাকে উপমিত কর্মধারয় সমাস বলে।
বিশেষ্য + বিশেষ্য = দৃশ্যমান = উপমিত কর্মধারয় সমাস।
যেমন : নয়নপদ্ম = নয়ন পদ্মের ন্যায়। পূর্বপদ ও পরপদ দৃশ্যমান।
আরো উদাহরণ, পুরুষসিংহ = পুরুষ সিংহের ন্যায়।
উৎস: মাধ্যমিক ব্যাকরণ বই (২০১৯)।