সঠিক উত্তর হচ্ছে: অনুচক্রিকা বা প্লাটেলেটস
ব্যাখ্যা: অনুচক্রিকার কাজ \r\n══━━━━✥◈✥━━━━══\r\n? স্তন্যপায়ীদের দেহে এরা সংবাহিত হয় এবং রক্ততঞ্চনে অর্থাৎ ক্ষতস্থানের রক্ত জমাট বাঁধায় নিয়োজিত থাকে। অণুচক্রিকা সুতার আঁশের ন্যায় রক্তকে জমাট বাঁধায়। \r\n\r\n? অণুচক্রিকার সংখ্যা খুব কমে গেলে মারাত্মক রক্তক্ষরণ হতে পারে। \r\n\r\n? রক্ত জমাট বাঁধার প্রধান (চারটি) ফ্যাক্টর মনে রাখার উপায়: ফুল পড়ে টুপ করে \r\n ক. ফুল = ফিব্রিনোজেন \r\n খ. পড়ে = প্রোথ্রোম্বিন \r\n গ. টুপ = টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন \r\n ঘ. করে = ক্যালসিয়াম আয়ন \r\n══━━━━✥◈✥━━━━══