ব্যাখ্যা: বাংলা একাডেমীর বাংলা থেকে ইংরেজি অভিধানে পটল তোলা মানে আছে Die, Kick the bucket, Croak- সবগুলোর অর্থই মারা যাওয়া। কোনো গাছের সবগুলো পটল তুলে ফেললে গাছটি মারা যায়, সে থেকেই এই বাগধারার প্রবর্তন।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।