সঠিক উত্তর হচ্ছে: র, এর
ব্যাখ্যা: সম্বন্ধ পদের বিভক্তি :
\n(ক) সম্বন্ধ পদে \'র\' বা \'এর\' বিভক্তি (ষষ্ঠী বিভক্তি) যুক্ত হয়ে থাকে। যথা: আমি + র = আমার (ভাই), খালিদ + এর = খালিদের (বই) ইত্যাদি।
\n(খ) সময়বাচক অর্থে সম্বন্ধ পদে কার> কের বিভক্তি যুক্ত হয়। যথা -
\nআজি + কার = আজিকার > আজকের (কাগজ)।
\nপূর্বে + কার = পূর্বেকার (ঘটনা)।
\nকালি + কার = কালিকার > কালকার > কালকের।
\nকিন্তু \'কাল\' শব্দের উত্তর শুধু \'এর\' বিভক্তিই যুক্ত হয়। যেমন - কাল + এর = কালের। উদাহরণ - সে কত কালের কথা।