সঠিক উত্তর হচ্ছে: আব্বু
ব্যাখ্যা: ? হিন্দি শব্দ
\nআগড়ম-বাগড়ম, আচ্ছা, কাছারি, কাহিনি, কুত্তা, খাম (খুঁটি অর্থে) খুজলি, খেলনা, গদি, ঘাবড়ানো, ঘুষাঘুষি, চাঁদোয়া, চাচা, চাটনি, চাটা, চাটাই, চানা (চানাচুর) [প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯; সরকারি মাধ্যমিক বিদ্যা. সহ শিক্ষক: ০৮], চাপাতি (রুটি বিশেষ), চিড়িয়া, চোট্টা, ছাতি (বুক অর্থে), ছালুন, জায়গা, জিলাপি, ঝান্ডা, ঝামেলা, টপ্পা, ঠিকানা, ঠক্কর, ডালপুরি, ঢিলা, তার, দাদা, দাদি, দুলা, ধোলাই, পানি [সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা: ১২], ফুফা, ফুফি, বড়াই, বেটা, ভরসা, সুজি, ওয়ালা, ছিনতাই, ডেরা, টহল, ডেমরা, ইস্তক, গাঙ [শ্রম পরিদপ্তরে সহকারী পরিচালক: ০৩], ফালতু, চিড়িয়াখানা, পিপা, বাবু ইত্যাদি।
\n______________________
\n? উর্দু
\nআব্বু, কলিজা, ঘাগরা, চুঙ্গি, ছিলিম (কল্কি অর্থে), ঠুমরি, বদলা, হল্লা ইত্যাদি।