সঠিক উত্তর হচ্ছে: নামায
ব্যাখ্যা: ফারসি শব্দ - খোদা, দোজখ, নামাজ, রোজা, চশমা, তোশক দোকান, কারখানা, আমদানি, জানোয়ার ইত্যাদি। \nআরবি শব্দ- আল্লাহ, হারাম, হালাল, হজ, জাকাত, ঈদ, উকিল, কলম, নগদ, বাকি ইত্যাদি। \nইংরেজি শব্দ- চেয়ার, কলেজ, আলপিন, পেনসিল, ব্যাগ, ফুটবল, ক্রিকেট, হাসপাতাল, বোতল ইত্যাদি। \n[তথ্যসূত্রঃ বাংলা ব্যাকরণ বই নবম দশম শ্রেণী ]