সঠিক উত্তর হচ্ছে: ১৯৩৬
ব্যাখ্যা: মানিক বন্দোপাধ্যায়ের \"পদ্মানদীর মাঝি\" উপন্যাসের মূল উপজীব্য জেলেদের জীবনের বিচিত্র সুখদুঃখের চিত্র।এই উপন্যাসটি ১৯৩৬ সালে প্রকাশিত হয়। এই উপন্যাসের মূল চরিত্রঃ কুবের,কপিলা, মালা, গণেশ, পাচু, শীতল, হেরম্ব, যুগী, হোসেন মিয়া। [সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- সৌমিত্র শেখর]