সঠিক উত্তর হচ্ছে: খাঁটি বাংলা
ব্যাখ্যা: খাঁটি বাংলা উপসর্গ: খাঁটি বাংলা উপসর্গ মোট ২১টি। যথা: অ, অনা, অজ, অঘা, আ, আড়, আন, আর, ইতি, উন, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। প্রয়োগ: অ—অবহেলা, অকাজ।\nভিক্ষার চাল কাঁড়া আর আঁকড়া - এই বাক্যে আঁকড়া শব্দের \'আ\' খাঁটি বাংলা উপসর্গ