সঠিক উত্তর হচ্ছে: দুরাবস্থা
ব্যাখ্যা: দুরাবস্থা শব্দটির শুদ্ধ বানান ‘দুরবস্থা’। এটি একটি বিসর্গ সন্ধির উদাহরণ। যে দুইটি সন্ধির মিলনে সন্ধি হবে, তাদের একটি যদি বিসর্গ হয়, তবে তাকে বিসর্গ সন্ধি বলে। নিয়ম : ‘অ/আ’ ছাড়া অন্য স্বরধ্বনির পরে ‘ঃ’ থাকলে এবং তারপরে অ, আ, বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম ধ্বনি কিংবা য, র, ল, ব কিংবা হ থাকলে ‘ঃ’ এর জায়গায় ‘র’ হয়। যেমন- দু: + অবস্থা = দুরবস্থা (উ + ঃ + অ)