সঠিক উত্তর হচ্ছে: অব্যয় বিশেষণ
ব্যাখ্যা: তুমি তো প্রায় পাগলের মতো দৌড়াচ্ছ\' - এই বাক্যে \'মতো\' পদান্বয়ী অব্যয়। \'প্রায়\' অব্যয় বিশেষণ। কারণ- \'প্রায়\' দিয়ে \'কতোটুকু মতো\' তা প্রকাশ করা হয়েছে। [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (লেখকঃ ড. সৌমিত্র শেখর)]