সঠিক উত্তর হচ্ছে: দাউদ হায়দার
ব্যাখ্যা: দাউদ হায়দার একজন বাংলাদেশী বাঙালী কবি, লেখক ও সাংবাদিক, যিনি ১৯৭৪ খ্রিষ্টাব্দে দেশ থেকে নির্বাসনের পর বর্তমানে জার্মানীতে নির্বাসিত জীবন যাপন করছেন। তিনি একজন আধুনিক কবি যিনি সত্তর দশকের কবি হিসাবে চিহ্নিত। তার একটি বিখ্যাত কাব্যের নাম \'জন্মই আমার আজন্ম পাপ\'। এছাড়াও তাঁর অন্যান্য প্রকাশিত গ্রন্থ- সংগস অব ডেস্পায়ার, এই শাওনে এই পরবাসে, বানিশম্যান্ট, আমি পুড়েছি জ্বালা ও আগুনে, এলোন ইন ডার্কনেস অ্যান্ড আদার পোয়েমস, অবসিডিয়ান।