সঠিক উত্তর হচ্ছে: ৩ টি
ব্যাখ্যা: অন্নদামঙ্গল কাব্য মধ্যযুগের কাব্য। অনুমান করা হয়, এটি ১৭৫২-৫৩ সালে রচিত। এটি রচনা করেন মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর। এটি ১৮১৬ সালে গঙ্গাকিশাের ভট্টাচার্য প্রথম মুদ্রণ করেন। কাব্যটি তিন খণ্ডে বিভক্ত। ১ম খণ্ড-শিবায়ন অন্নদামঙ্গল, ২য় খণ্ড- বিদ্যাসুন্দর কালিকা মঙ্গল এবং ৩য় খণ্ড-মানসিংহ অন্নদামঙ্গল। প্রথম খণ্ডে প্রকাশ পেয়েছে- সীতার দেহত্যাগ এবং উমারূপে জন্মগ্রহণ, শিবের সঙ্গে বিয়ে, অন্নপূর্ণা মূর্তিধারণ ও কাশীপ্রতিষ্ঠা। দ্বিতীয় খণ্ডে প্রকাশ পেয়েছে- বিদ্যাসুন্দরের প্রণয়কাহিনি। ততীয় খণ্ডে প্রকাশ পেয়েছে- মানসিংহের যশাের গমন, রাজা প্রতাপাদিত্যের পরাজয় এবং ভবানন্দের দিল্লি গমন। উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।