নিচের অপশন গুলা দেখুন
- রূপতত্ত্ব
- রসতত্ত্ব
- বাক্যতত্ত্ব
- কি্রিয়ার কাল
বাংলা ব্যাকরণে রূপতত্ত্ব আলাদা ও স্বতন্ত্র একটি\r\n\r\nতত্ত্ব যা শব্দ, শব্দ প্রকরণ, উপসর্গ, ধাতু ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে। আবার, বাক্যতত্ত্ব স্বতন্ত্র একটি তত্ত্ব যা বাক্য প্রকরণ, বাচ্য পরিবর্তন, উক্তি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে। ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানের নামই বাক্যতত্ত্ব।