সঠিক উত্তর হচ্ছে: প্রশান্ত মহাসাগরের বহিঃসীমানায়
ব্যাখ্যা: ভূ-তাত্ত্বিকদের মতে, জাপান প্রশান্ত মহাসাগরীয় \'রিং অব ফায়ার\' অঞ্চলে অবস্থিত। বাংলায় যার অর্থ হয় \'আগুনের গোলা\'। \'রিং অব ফায়ার\' এমন একটি কাল্পনিক বেল্ট যা ঘোড়ার খুর আকৃতির মতো প্রধানত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে ঘিরে রেখেছে। রিং অব ফায়ারে যেসব অঞ্চল অন্তর্ভুক্ত হয়েছে সেগুলো পৃথিবীর মধ্যে সবচেয়ে ভূমিকম্পপ্রবণ।