সঠিক উত্তর হচ্ছে: আবুল ফজল
ব্যাখ্যা: আবুল ফজল (১ জুলাই ১৯০৩-৪ মে ১৯৮৩) বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রাষ্ট্রপতির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ছিলেন। তিনি মূলত একজন চিন্তাশীল ও সমাজমনস্ক প্রবন্ধকার। মাটির পৃথিবী, মৃতের আত্মহত্যা তার উল্লেখযোগ্য গল্পগ্রন্থ। এছাড়াও তার উপন্যাসসমূহ হলো - চৌচির, রাঙ্গা প্রভাত, প্রদীপ ও পতঙ্গ ইত্যাদি\n[তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর]