সঠিক উত্তর হচ্ছে: ইরান
ব্যাখ্যা: ⸕ রামসার কনভেনশন : \r\n১৯৭১ খ্রিস্টাব্দে ইরানের রামসারে পৃথিবীর বিভিন্ন দেশসমূহ ‘Convention on Wetlands’ নামক একটি আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর করেন। কনভেনশনটি কার্যকর হয় ১৯৭৫ খ্রিস্টাব্দে এটি হলো বিশ্বব্যাপী জৈব পরিবেশ রক্ষার সম্মিলিত প্রয়াস। ২১ মে, ১৯৯২ খ্রিস্টাব্দে সুন্দরবনকে দেশের প্রথম রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়। দ্বিতীয় ট্যাঙ্গুয়ার হাওড়কে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয় ২০ জানুয়ারি, ২০০০ খ্রিস্টাব্দে।