ব্যাখ্যা: ড় ও ঢ় উচ্চারণের সময় জিহ্বার অগ্রভাগের তলদেশ দ্বারা অর্থাৎ উল্টো পিঠের দ্বারা ওপরে দন্তমূলে আঘাত বা তাড়নায় উচ্চারিত হয়। তাই এগুলো তাড়নজাত ধ্বনি।\n [সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ডঃ সৌমিত্র শেখর]
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।