সঠিক উত্তর হচ্ছে: বুদ্ধদেব বসু
ব্যাখ্যা: বুদ্ধদেব বসু উচ্চ মানের সাহিত্য পত্রিকার সম্পাদক। হিসেবে খ্যাতি লাভ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে বুদ্ধদেব বসু প্রভুগুহ ঠাকুরদা, অজিত দত্ত প্রমুখকে বন্ধু হিসেবে পেয়েছিলেন। এ সময় ঢাকার পুরানা পল্টন থেকে তার ও অজিত দত্তের যৌথ সম্পাদনায় ১৯২৭ - ১৯২৯ পর্যন্ত সচিত্র মাসিক \'প্রগতি\' (মাসিক পত্রিকা)। তিনি \'প্রগতি\' (১৯২৭) পত্রিকার সম্পাদনা করেন এবং \'কল্লোল\' (১৯২৩) গোষ্ঠীর সঙ্গে তার সম্পর্ক স্থাপিত হয়। কলকাতায় বসবাসকালে তিনি প্রেমেন্দ্র মিত্রের সহযোগিতায় ১৯৩৫ সালে ত্রৈমাসিক কবিতা (আশ্বিন ১৩৪৪) পত্রিকা সম্পাদনা করে প্রকাশ করেন।