সঠিক উত্তর হচ্ছে: চার
ব্যাখ্যা: বৈশিষ্ট্য বিচারে সমাস চার প্রকার। যথাঃ অব্যয়ীভাবীয়, তৎপুরুষীয়, দ্বন্দ্বমূলক, বহুব্রীহিমূলক।
সমাস সাধারণত ছয় প্রকার। যথাঃ দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি, দ্বিগু ও অব্যয়ীভাব সমাস।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর