সঠিক উত্তর হচ্ছে: সুশাসনের জন্য উচ্চ শিক্ষিত কর্মকর্তা নিয়ােগ
ব্যাখ্যা: ন্যায়পরায়ণতা ও সামাজিক ন্যায়বিচারের অর্থ হচ্ছে ধর্ম -বর্ণ, নারী -পুরুষ , ধনী -নির্ধন নির্বিশেষে সকলকে একই মানদণ্ডে বিচার করা। আইনের দৃষ্টিতে সমাজে বসবাসরত সকল মানুষ সমান এটিই ন্যায়পরায়ণতার মূলণীতি। এ (গ) তথা \'সুশাসনের জন্য উচ্চশিক্ষিত কর্মকর্তা নিয়োগ\'ই সামঞ্জস্যপূর্ণ । অন্য উত্তরগুলো ন্যায়পরায়ণতার নৈতিক মূলনীতির সাথে সম্পর্কিত।