সঠিক উত্তর হচ্ছে: আল মাহমুদ
ব্যাখ্যা: মীর আবদুস শুকুর আল মাহমুদ[১] (১১ জুলাই ১৯৩৬ – ১৫ ফেব্রুয়ারি ২০১৯)[২] যিনি আল মাহমুদ নামে অধিক পরিচিত, ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি।
উল্লেখযোগ্য প্রকাশিত গ্রন্থঃ
\nলোক লোকান্তর (১৯৬৩)
\nকালের কলস (১৯৬৬)
\nসোনালী কাবিন (১৯৭৩)
\nমায়াবী পর্দা দুলে ওঠো (১৯৭৬)
\nআরব্য রজনীর রাজহাঁস
\nবখতিয়ারের ঘোড়া
\nপাখির কাছে ফুলের কাছে
\nআল মাহমুদের গল্প
\nগল্পসমগ্র
\nপানকৌড়ির রক্ত
\nগন্ধ বণিক
\nময়ূরীর মুখ
\nনা কোন শূন্যতা মানি না
\nনদীর ভেতরের নদী
\nপাখির কাছে , ফুলের কাছে
\nপ্রেম ও ভালোবাসার কবিতা
\nপ্রেম প্রকৃতির দ্রোহ আর প্রার্থনা কবিতা\nউড়াল কাব্য
\nএ গল্পের শেষ নেই শুরুও ছিল না (মহাকাব্য)\nএকচক্ষু হরিণ