সঠিক উত্তর হচ্ছে: আলাপন
ব্যাখ্যা: বাংলাদেশে সরকারি কর্মকর্তাদের নিজেদের মধ্যে যোগাযোগ ও ফাইল আদান-প্রদানের জন্য চালু হয়েছে মেসেজিং অ্যাপ \'আলাপন\'। এই অ্যাপের মাধ্যমে সরকারের কোনো কর্মকর্তা যে কোনো জায়গা থেকে চ্যাটিং, ভয়েস ও ভিডিও কল, গ্রুপ কনফারেন্স ছাড়াও নথি আদান-প্রদান করতে পারবেন। সরকারি সেবা জনগণের কাছে পৌঁছে দিতে তথ্য ও যোগাযোগ বিভাগ ১৪ লাখ কর্মকর্তার জন্য এই অ্যাপ তৈরি করেছে। এই অ্যাপটি এরই মধ্যেই আওএস ও গুগল প্লে-স্টোরে অবমুক্ত করা হয়েছে।