সঠিক উত্তর হচ্ছে: বাংলা সাহিত্যের কথা
ব্যাখ্যা: ড. মুহম্মদ শহীদুল্লাহর গ্রন্থের নাম- বাংলা সাহিত্যের কথা (১৯৫৩)। ড. দীনেশচন্দ্র সেন রচিত গ্রন্থ- \'বঙ্গভাষা ও সাহিত্য (১৮৯৬)। সুকুমার সেন রচিত গ্রন্থ- \'বাঙ্গালা সাহিত্যের ইতিহাস। মুহম্মদ এনামুল হক ও সৈয়দ আলী আহসান যৌথভাবে রচনা করেন- ‘বাংলা সাহিত্যের ইতিবৃত্ত\' (১৯৬৮)। উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিরা।