সঠিক উত্তর হচ্ছে: সময় ঠিকমত চলছে
ব্যাখ্যা: “সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না”। সময় তার স্বাভাবিক গতিতে চলতে থাকে। তাহলে একটা ঘড়ির কাঁটা দ্রুত চললো কি ধীরে চললো তাতে সময়ের কি আসে যায়? ঘড়ির কাঁটা যেমনই চলুক সময় ঠিকমতো চলবে। ঘড়ির কাঁটা চলার উপর সময় নির্ভর করে না।