ব্যাখ্যা: পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে সমানাধিকরণ বহুব্রীহি সমাস হয়। যেমন : খোশ মেজাজ যার = খোশমেজাজ। আরো কয়েকটি সমানাধিকরণ বহুব্রীহি সমাস : হতশ্রী, উচ্চশির, পীতাম্বর, নীলকণ্ঠ, সুশীল, সুশ্রী, জবরদস্তি।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।