সঠিক উত্তর হচ্ছে: বিষমীভবন
ব্যাখ্যা: পাশাপাশি দুটি সমধ্বনির একটির পরিবর্তন ঘটলে তাকে বিষমীভবন বলে। অর্থাৎ যখন শব্দের মধ্যে দুটি সমধ্বনির একটির পরিবর্তন ঘটে তখন তাকে বিষমীভবন বলা হয়। বিষমীভবন এর উদাহরণ: লাল > নাল, শরীর > শরীল, ললাট˃নলাট ইত্যাদি।\n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেণী বাংলা ব্যকরণ বই ]