সঠিক উত্তর হচ্ছে: লিঁও
ব্যাখ্যা: Interpol এর পূর্ণরূপ হলো International Criminal Police Organization. এটি ১৯২৩ সালের ৭ সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত হয়। শুরুতে এটির সদরদপ্তর ছিলো অস্ট্রিয়ার ভিয়েনা শহরে। ১৯৪৬ সালে ফ্রান্সের প্যারিসে এবং ১৯৮৯ সালে ফ্রান্সের লিও শহরে সদরদপ্তর স্থাপন করা হয়। প্রথমে ১৬টি দেশ নিয়ে যাত্রা শুরু করলেও এর বর্তমান সদস্য সংখ্যা ১৯৪টি। বাংলাদেশ ১৯৭৬ সালে ইন্টারপোলের সদস্যপদ লাভ করে। এর অফিসিয়াল ভাষা- চারটি। যথা- ইংরেজি, ফরাসি, স্প্যানিশ ও আরবি। (সূত্রঃ ইন্টারপোল ওয়েবসাইট)