সঠিক উত্তর হচ্ছে: ডেনমার্ক
ব্যাখ্যা: বৈশ্বিক আইনের শাসন সূচক\r\n◆━━━━━━━▣✦▣━━━━━━━━◆ \r\n১১ মার্চ ২০২০ যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা The World Justice Project (WJP) আইনের শাসন সূচক প্রকাশ করে। আইনের শাসন বিষয়ক আটটি সূচকের ভিত্তিতে জরিপটি করা হয়। সূচকগুলাে হলাে সরকারি ক্ষমতার সীমাবদ্ধতা, দুর্নীতির অনুপস্থিতি, উন্মুক্ত সরকার, মৌলিক অধিকার, নিয়ম ও নিরাপত্তা, নিয়ন্ত্রণমূলক ক্ষমতার প্রয়ােগ, নাগরিক ন্যায়বিচার ও ফৌজদারি বিচার। এবার ১২৮টি দেশ নিয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। \r\n\r\n? সূচক মোতাবেক শীর্ষ দেশ- ডেনমার্ক \r\n\r\n? সূচক মোতাবেক সর্বনিম্ন ৫ দেশ- ভেনিজুয়েলা\r\n◆━━━━━━━▣✦▣━━━━━━━━◆