সঠিক উত্তর হচ্ছে: স্ক্যানিং
ব্যাখ্যা: স্ক্যানিং শব্দের আভিধানিক অর্থ Point to Point বা ধারাবাহিক নিরিক্ষন করা। ইহা এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ছবিকে ইলেক্ট্রিক্যাল সিগনালে এবং ইলেক্ট্রিক্যাল সিগনালকে ছবিতে রুপান্তর করা হয়। স্ক্যানিং এর সাহায্যে একটি ছবিকে ভেঙ্গে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পাঠানো ও সংযোজন করা হয়। স্ক্যানিং দুই ধরনের হতে পারে।\n১. লিনিয়ার স্ক্যানিং বা Horizontal Scanning\n২. ইন্টারলেসড বা Interlaced\n\n[তথ্যসূত্রঃ britannica.com]