সঠিক উত্তর হচ্ছে: জাপানি
ব্যাখ্যা: রাজনৈতিক, ধর্মীয়, সংস্কৃতিগত ও বাণিজ্যিক কারণে বাংলাদেশে আসা বিভিন্ন ভাষী মানুষের বহু শব্দ বাংলায় এসে স্থান করে নিয়েছে। এসব শব্দকে বলা হয় বিদেশি শব্দ। যেমনঃ জাপানিজ ভাষা থেকে আগত কিছু শব্দ হলো- রিক্সা, হারিকিরি, ক্যারাটে, সামুরাই, হাসনাহেনা ইত্যাদি। [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা]